• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আল আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা-গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৯, ১৭:৫২
ছবি: কাতারের গণমাধ্যম দ্য পেনিনসুলা

পূর্ব জেরুজালেমে অবস্থিতি মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা, তাদের নির্বিচারে গ্রেপ্তার ও ধাওয়া করে ইসরায়েলি পুলিশ।

রোববার ভোরে এসব ঘটনা ঘটে বলে নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে প্যালেস্টাইন নিউজ এজেন্সি বা ওয়াফা।

পুলিশ কর্মকর্তারা অনেক মুসলিমকে মারধর, অনেককে গ্রেপ্তার এবং অন্যদেরকে পিছু ধাওয়া করে মসজিদটির দক্ষিণ দিকের গেটের কাছে নিয়ে যায়।

এখানে মুসল্লিরা পুলিশ কর্মকর্তাদেরকে বাধা দিলে তাদের ওপর টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। মুসল্লিরা ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে থাকে।

এর কিছুক্ষণ আগে আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি অর্থোডক্স রাব্বি ও রাজনীতিক ইয়েহুদা গ্লিকের নেতৃত্বে প্রায় ৪০০ ইহুদি মসজিদটিতে প্রবেশ করেন। তাদের পাহারা দিচ্ছিল এসব পুলিশ।

পবিত্র রমজান মাসের গত দশদিনে ইহুদি প্রার্থনাকারীদেরকে আল-আকসা মসজিদে ঢুকতে দেয়া হয়েছে খুবই কম। কারণ এসময় কয়েক হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
X
Fresh