• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বোমাতঙ্কের পর যুদ্ধবিমান পাঠালো সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন ২০১৯, ১৪:৫৩
স্কুট এয়ারলাইন্সের একটি বিমান

যাত্রীবাহী প্লেনে বোমা আছে এমন তথ্যের পর বিমানটিকে পাহারা দিতে দুটি যুদ্ধ বিমান পাঠায় সিঙ্গাপুরের বিমানবাহিনী। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যদিও পরে জানা গেছে এটি ভুয়া খবর ছিল। খবর বিবিসির।

স্কুট এয়ারলাইন্সের ওই ফ্লাইটে ১৪৪ জন যাত্রী ছিলেন। রোববার বিমানটি ফিলিপিন্সের চেবু থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পরে বিমানটি বোমা আছে বলে পুলিশের কাছে খবর আসে।

সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ভুয়া খবর ছড়ানোর পেছনে হাত রয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরের। তবে সে এখন তদন্তে পুলিশকে সহায়তা করছে বলে খবরে বলা হয়েছে।

সিঙ্গাপুরের এই এয়ারলাইন্স স্কুটের একজন মুখপাত্র দ্য স্ট্রেইটস টাইমসকে বলেন, বিমানের ১৪৪ জন যাত্রী ও ছয়জন ক্রুসহ বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে চাঙ্গি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

এদিকে ‘প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সব হুমকিকে সত্য বলে মনে করবে সিঙ্গাপুর’বলে জানিয়েছেন দেশটির দেশটির প্রতিরক্ষামন্ত্রী নং এং হেন।

ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, সিঙ্গাপুরগামী ওই স্কুটের ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে আসে দুটি যুদ্ধবিমান। পরে অবশ্য বোমা থাকার বিষয়টি ভুয়া বলে জানা যায়। তবে সিঙ্গাপুরের বিমান বাহিনী সব সময় সতর্ক থাকবে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
X
Fresh