• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরীরা আমাকে সমকামী হওয়া থেকে বাঁচিয়েছে: ফিলিপিন্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০১৯, ২০:৪০
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল

সুন্দরী নারীরা আমাকে সমকামী হওয়া থেকে বাঁচিয়েছে বলে মন্তব্য করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

গত বৃহস্পতিবার জাপানের টোকিওতে দেশটিতে বসবাসকারী ফিলিপিনো সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল।

দুতের্তে জানান, তিনি এবং তার সমালোচক সিনেটর অ্যান্তোনিও ত্রিল্যানেস দুজনই সমকামী ছিলেন। তিনি তার প্রথম স্ত্রী এলিজাবেথ জিমেরম্যানকে বিয়ে করার সময় সুন্দরী নারীদের সাহায্যে পুরুষ হন।

এরপর তিনি চার প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারীকে মঞ্চে এসে তাকে চুমো খেতে আমন্ত্রণ জানান। এসময় তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড হোনেইলেত অ্যাভ্যানচেনা (৪৯) মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিন বক্তব্য প্রদানকালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট তার গার্লফ্রেন্ড অ্যাভ্যানচেনার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ করতে গিয়ে তাকে ‘ওয়ান অ্যান্ড অনলি’ বলে উল্লেখ করেন।

তাদের দুজনের সাক্ষাৎ হয় ১৯৯৮ সালে। এই বছর অ্যাভ্যানচেনা একটি বার্ষিক সুন্দরী প্রতিযোগিতা রানারআপ হন এবং দুতের্তে দাভাও শহরের মেয়র ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ৭১ বছর বয়সী এলিজাবেথ জিমেরম্যানকে ১৯৭৩ সালে বিয়ে করেন দুতের্তে। ২০০০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের দুটি ছেলেমেয়ে আছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
X
Fresh