• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম পালন নিষিদ্ধ!

মাইদুর রহমান রুবেল

  ০২ জুন ২০১৯, ১৭:১৮

ক্লাসে চলছে গানের রেওয়াজ, পাশে চলছে নাচের মুদ্রা রপ্তের প্রশিক্ষণ। হাসি আনন্দে মেতেছেন ক্লাসে মনযোগী ছাত্র ছাত্রীরা। যদিও প্রত্যেক শিক্ষার্থীর পেছনে রয়েছে অন্ধকার এক অধ্যায়।

চীনের এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রত্যেকটি ছাত্রের অতীত জড়িত কোন না কোন অপরাধের সাথে। এসব প্রতিষ্ঠানে মূলত দেশের আইন শৃঙ্খলা, সংবিধান, নাচ-গান, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, বিউটি পারলার-ম্যাসেজিং কোর্স করানো হয়। যাতে ফিরে গিয়ে ফের অপরাধে না জড়িয়ে কাজে মনোযোগী হয় তারা।

ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিবাদের সাথে জড়িত থাকা কিংবা সন্ত্রাসবাদ উস্কে দেয়ার অপরাধে চীনের বিভিন্ন এলাকা থেকে জড়ো করা হয়েছে এসব শিক্ষার্থীদের।

অপরাধীদের সংশোধনের জন্যই মুলত এমন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে চীনা সরকার।দেশের নাগরিকদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান।