• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানকে সমর্থন দিয়ে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র: চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৯, ২৩:৩৩
ছবি-পার্সটুডে

ওয়াশিংটন তাইওয়ান প্রণালীতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে তাইওয়ান কার্ড খেলার মাধ্যমে চীনকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলে গতকাল (বৃহস্পতিবার) চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কি আন মন্তব্য করেছেন। পার্সটুডের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

মার্কিন সরকারের ওইসব ধারাবাহিক পদক্ষেপের ফলে চীন-মার্কিন সামরিক সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। কি আন বলেন, এসব পদক্ষেপ হচ্ছে আগুন নিয়ে খেলা ও বিভ্রান্তিকর।

তাইওয়ানের সঙ্গে মার্কিন সরকারের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটন তাইপের কাছে প্রায়ই বিপুল সমরাস্ত্র বিক্রি করে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার তাইওয়ানের সঙ্গে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে বলে উল্লেখ করছে। এ বিষয়টিকে চীনের সঙ্গে বাণিজ্য-বিরোধসহ নানা বিষয়ে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মনে করা হচ্ছে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
X
Fresh