• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের মুসলিমবিদ্বেষী বৌদ্ধ নেতা উইরাথুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০১৯, ২০:৩২
ছবি: বিবিসি বাংলা

মিয়ানমারের কট্টর মুসলিমবিদ্বেষী বৌদ্ধ ধর্মীয় নেতা অশ্বিন উইরাথুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (২৯ মে ২০১৯) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

উইরাথুর এক ঘনিষ্ঠ সঙ্গী থু সাইট্টার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, তাকে (উইরাথুকে) গ্রেপ্তার করা হলে আমরা চুপ করে বসে থাকবো না।

রয়টার্স জানায়, এই বৌদ্ধ ধর্মীয় নেতার বিরুদ্ধে দেশদ্রোহীতার এক মামলায় ইয়াঙ্গুনের একটি আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। দোষী সাব্যস্ত হলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে।

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিষোদগারের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন উইরাথু। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার অনুসারীদের উদ্দেশে মুসলিমদের বিরুদ্ধে ভাষণ দেন তিনি।

তিনি মুসলিমদের, বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে খোলাখুলি বিদ্বেষ এবং উসকানিমূলক কথা বলেন। মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাকও দেন এই বৌদ্ধ নেতা।

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে উসকানিমুলক পোস্ট দেয়ার কারণে ফেসবুক গত বছর তাকে নিষিদ্ধ করে। সম্প্রতি স্টেট কাউন্সেলর অং সান সু চির সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন উইরাথু।

এমনকি জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি’কে ‘বেশ্যা’ বলে গালি দিয়েছেন এই বৌদ্ধ ভিক্ষু।

১৯৬৮ সালে জন্ম নেয়া উইরাথু ১৪ বছর বয়সে স্কুল ছেড়ে ভিক্ষু হতে যান। ১৫ বছর আগেও তেমন কেউ চিনতো না তাকে।

২০০১ সালে তিনি মুসলিমবিরোধী এবং জাতীয়তাবাদী একটি গ্রুপ গঠন করেন, যার নাম ছিল ৯৬৯ গ্রুপ। এই সংগঠনকে উগ্রপন্থি হিসেবে বিবেচনা করা হয়।

২০০৩ সালে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু ২০১০ সালে অন্যান্য রাজবন্দীর সঙ্গে তাকে মুক্তি দেয়া হয়।

সরকার নিয়ম শিথিল করার পর তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয় হয়ে ওঠেন। তিনি ইউটিউব ও ফেসবুকে তার বক্তব্য ছড়াতে থাকেন।

২০১২ সালে রাখাইন রাজ্যে মুসলমান এবং বৌদ্ধদের মধ্যে যখন তীব্র সংঘাত শুরু হয়। তখন উইরাথু তার জ্বালাময়ী বক্তব্য প্রদান করতে থাকেন।

তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ‘বার্মার বিন লাদেন’ কিনা? জবাবে উইরাথু বলেছিলেন, এ বিষয়টি তিনি অস্বীকার করবেন না।

২০১৩ সালের ১ জুলাই টাইম ম্যাগাজিন আশ্বিন উইরাথুকে নিয়ে একটি প্রচ্ছদ প্রতিবেদন করেছিল। প্রচ্ছদের শিরোনাম ছিল, ‘একজন বৌদ্ধ সন্ত্রাসীর প্রতিমূর্তি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
X
Fresh