• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে মোটরসাইকেলে গরু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৯, ২১:০৬
ছবি: ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস

একজনের মোটরসাইকেলে গরু নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্লিপটি পাকিস্তান থেকে ধারণ করা হয়েছে বলে ডেইলিমেইলের বরাত দিয়ে জানিয়েছে ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক্লিপটিতে একটি রাস্তায় দুই চলমান মোটরবাইক দেখা যায়। একটিতে থাকা দুই জনের এক জনকে আরেকটিতে গরু নিয়ে যাওয়া ব্যক্তির দৃশ্য ধারণ করতে দেখা গেছে।

এই ৫৪ সেকেন্ডের ক্লিপে দৃশ্যটি ধারণ করতে থাকা এক পথচারীকে বলতে শোনা যায়, ‘ওয়াও। এই হলো পাকিস্তানি টাট্টু ঘোড়া’।

পথচারীদের কথা শুনে ক্যামেরার দিকে যখন মোটরসাইকেল চালক হাসছিলেন, তখন যানবাহনটিতে বেশ শান্ত থাকতে দেখা যায় কাপড় দিয়ে বাঁধা প্রাণিটিকে।

ভিডিওটিতে অনলাইনে ভাইরাল হওয়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। দৃশ্যটিকে অনেকে উপভোগ করলেও কেউ কেউ প্রাণির অপব্যবহার বলে মন্তব্য করেন।

এই ঘটনার সমালোচনা করে একজন মন্তব্য করেন, অনেক দিক থেকেই এটি অবৈধ। অন্তত ড্রাইভিং এবং প্রাণির সুরক্ষা আইনে এটি অবৈধ।

সালমান সিদ্দিকি নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, এতেই প্রমাণিত হয় যে পাকিস্তানে যেকোনো কিছু সম্ভব।

এই পোস্টটিতে রিপ্লাই দিতে গিয়ে গৌরি চৌহান নামের আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, এটা অপব্যবহার। পশুটির কষ্ট অনুভব করুন। ওপরওয়ালা এটাকে রক্ষা করুক

কে/ডি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh