• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১০ রোহিঙ্গাকে হত্যাকারী সেনাদের আগাম মুক্তি দিয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে ২০১৯, ০৮:৫৩
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে ১০ জন মুসলিম ব্যক্তিকে হত্যার দায়ে কারাদণ্ড হওয়া সাত সেনাসদস্যকে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেয়া হয়েছে। মিয়ানমারের কারা কর্মকর্তারা জানিয়েছেন, ইনদিন গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৮ সালে ওই সেনাসদস্যদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু তারা ‘এখন আর বন্দি নেই।’ খবর বিবিসির।

বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওই হত্যাকাণ্ডের অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়েই গ্রেপ্তার হন। পরে তাদের কারাদণ্ড হয়। ১৬ মাস সাজা খেটে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান তারা। রয়টার্স জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে দণ্ড হওয়া ওই সেনা সদস্যদের মু্ক্তি দেয়া হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর কেবল ওই সাত সেনাসদস্যই অভিযুক্ত হয়েছিলেন। সেনাবাহিনীর ওই অভিযান শুরু হওয়ার পর সাত লাখের বেশি মানুষ মিয়ানমার ছেড়ে পালিয়ে যায়।

মিয়ানমারের কারা বিভাগের একজন মুখপাত্র সোমবার বলেন, ইনদিন গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ড হওয়া ওই সাত সেনাসদস্য ‘এখন আর আমাদের কারাগারে বন্দি নেই’। তবে তিনি এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি।

সাজাপ্রাপ্তদের মধ্যে একজন সেনাসদস্য রয়টার্সের কাছে তার মুক্তির বিষয় নিশ্চিত করেছে। তবে এর চেয়ে বেশি বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি জানান, তাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে।

অপর দুজন সাজাপ্রাপ্ত সেনাসদস্য বার্তা সংস্থাটিকে জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে মুক্তি পেয়েছেন তারা। অর্থাৎ ১০ বছরের সাজা থেকে মাত্র এক বছরের কম সময় সাজা খেটেছেন তারা।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ সীমান্তে ফের মর্টারশেলের বিকট শব্দ, আতঙ্কে স্থানীয়রা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh