• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০১৯, ১৯:৫৪
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে তার দ্বিতীয় মেয়াদের শপথ নেবেন। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ এক টুইট বার্তায় এমনটিই জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শপথ নেয়ার ব্যাপারে গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মোদি। তখনই হয়তো এই সময় নির্ধারণ করা হয়।

এবার লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৩৫২ আসন পেয়েছে। ফলে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা। যদিও এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করেননি মোদি। এমনকি এ বিষয়ে কোনও ইঙ্গিতও নাকি দেননি।

তবে ভারতের প্রেসিডেন্টের টুইট ভিন্ন বার্তা দিচ্ছে। তিনি তার টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। অর্থাৎ, মন্ত্রিসভায় কারা থাকছেন সে বিষয়ে কেউ মুখ না খুললেও হয়তো এরই মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে।

শপথ অনুষ্ঠানে কারা থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ। ২০১৪ সালে অবশ্য সার্কের সব নেতাকে শপথ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
কেউ খোঁজ রাখে না একাত্তরের শপথের পেছনের কারিগরদের
X
Fresh