• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০১৯, ১৮:১৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের এল রেনো শহরে টর্নেডোর আঘাতে অন্তত দুজন মারা গেছেন। এছাড়া শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার রাতে টর্নেডো এল রেনো শহরের দোতলা একটি মোটেল গুঁড়িয়ে দেয়। এতে অন্তত দুজন নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টর্নেডোর পরপরই স্থানীয় পুলিশ ফেসবুক পোস্টের মাধ্যমে ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে। যদিও সেখানে বিস্তারিত কিছু লেখেনি তারা। পুলিশ ওই পোস্টে জানায়, আজ রাতে এল রেনো শহরের অবস্থা খুবই খারাপ। অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।

ওই পোস্টে আরও লেখা হয়, ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রার্থনা করুন। পাশাপাশি চলমান উদ্ধার কাজে যেসব জরুরি সেবা কর্মী নিয়োজিত আছে তাদের জন্য প্রার্থনা করবেন। ঝড়ের পর ওকলাহোমার মেয়র ম্যাট বলেন, এল রেনোবাসীদের জন্য প্রার্থনা করুন। এ মুহূর্তে তাদের এটাই প্রয়োজন।

টর্নেডো সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী ভিডিওসহ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, এল রেনো শহরে আছি। কিছুক্ষণ আগে আমি টর্নেডোর কবলে পড়েছিলাম। আমি ঠিক আছি কিন্তু রাস্তার পাশের একটি হোটেল মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনা হচ্ছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
X
Fresh