• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অধিকারকে সম্মান জানাতে হবে, তারপর আলোচনা: ইরান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৯, ১২:৩৫
ফাইল ছবি

দেশের অধিকারকে সম্মান না জানালে কোনও অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান।

বৃহস্পতিবার দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একথা জানানো হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিভান খোসরাভি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের অধিকারের প্রতি সম্মান জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড পরিহার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থানে অটল থাকবো। আমাদের অধিকারকে সম্মান জানাতে হবে, তারপরেই হবে আলোচনা।

এ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কোন অবস্থাতেই আলোচনা হবে না।

খোসরাভি বলেন, আলোচনায় বসার জন্য বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিরা তেহরান সফর করছেন। তাদের অধিকাংশই আমেরিকার পক্ষ থেকে আসছেন।

তিনি বলেন, এক্ষেত্রে আমরা ইরানের নীতি অনুযায়ী তেহরানের যুক্তি তুলে ধরে সাড়া দিয়েছি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh