• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজয়ীদের অভিনন্দন জানালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৯, ১৫:৩১
সংগৃহীত ছবি

ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে এক টুইট বার্তায় অভিনন্দন জানান তিনি।

ওই টুইট বার্তায় মমতা লেখেন, বিজয়ীদের অভিনন্দন। সব পরাজিতরাই পরাজিত নয়। আমরা এসব বিষয় আবারও বিশ্লেষণ করবো এবং আপনাদের জানাবো। গণনা প্রক্রিয়া পুরোটা শেষ হওয়ার সুযোগ দিন।

মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভোট গণনা শুরুর সময় তাদের অবস্থান ভালো থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৯টি আসনে এগিয়ে আছে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২২টি আসনে। অন্যদিকে কংগ্রেস মাত্র ১টি আসনে এগিয়ে আছে।

সব মিলিয়ে ভারতের ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৪টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৭৯টি, এমজিবি ২০টি এবং অন্যান্য দল ৯৯টি আসনে এগিয়ে আছে। নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
X
Fresh