• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চ্যালেঞ্জের মুখে মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৯, ১৩:১৮
সংগৃহীত ছবি

অবশেষে চ্যালেঞ্জের মুখে পড়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ভোট গণনা শুরুর সময় তাদের অবস্থান ভালো থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টি আসনে এগিয়ে আছে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২৩টি আসনে। অন্যদিকে কংগ্রেস মাত্র ১টি আসনে এগিয়ে আছে।

এখন পর্যন্ত ভোট গণনা অনুযায়ী, এবার ১৮টি আসন পেতে যাচ্ছে বিজেপি। আগেরবার ২টি আসন পেলেও এবার বাড়তি ১৬টি আসনে তাদের অবস্থা ইতিবাচক। অন্যদিকে প্রভাব কমেছে তৃণমূলের। গতবার তারা ৩৪টি আসন পেলেও এবার কমে তা ২৩টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর কংগ্রেসের ৩টি আসন কমে ১টিতে জয়ের সম্ভাবনা আছে।

সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছে তৃণমূল কংগ্রেস। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির অবস্থা আরও ভালো হলে কেঁপে উঠতে পারে মমতা ব্যানার্জীর সিংহাসন।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
X
Fresh