• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টার্গেট পার করলো বিজেপি, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসছে ক্ষমতায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৯, ১০:৪০

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার পূর্বাভাস একে একে দেয়া হচ্ছে। দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন সবগুলো আসনের ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৪টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৭৯টি, এমজিবি ২০টি এবং অন্যান্য দল ৯৯টি আসনে এগিয়ে আছে।

নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। সে হিসাবে বেসরকারি হিসাব অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এরই মধ্যে ২৭১টিরও বেশি আসনে এগিয়ে আছে। অর্থাৎ টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার অপেক্ষায় আছে জোটটি।

অবশ্য এককভাবেও এগিয়ে আছে বিজেপি। এখন পর্যন্ত তারা ২৯১টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যও টার্গেট অতিক্রম করেছে তারা।

এর আগে আজ বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। গত নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথম কোনও দল হিসেবে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদির বিজেপি। এবার রাহুল গান্ধীর কংগ্রেস-সহ ২১টি বিরোধীদের সঙ্গে কড়া চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার অপেক্ষায় আছে তারা।

ডি/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
অবশেষে নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা
X
Fresh