• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের নির্বাচন: এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৯, ০৯:৪৮

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার পূর্বাভাস একে একে দেয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন পর্যন্ত ৬৮টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৭টি এবং অন্যান্য দল পেয়েছে ৯টি আসনে এগিয়ে আছে।

এদিকে পশ্চিমবঙ্গে ১৫টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৬টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ২টি এবং অন্যান্য দল ৭টি আসনে এগিয়ে আছে।

এর আগে আজ বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে।

গত নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথম কোনও দল হিসেবে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদির বিজেপি। এবার রাহুল গান্ধীর কংগ্রেস-সহ ২১টি বিরোধীদের সঙ্গে কড়া চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চায় তারা।

এক্সিট পোল বা বুথ ফেরত জরিপও বিজেপির পক্ষেই কথা বলেছে। জরিপে দেখানো হয়েছে, এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে তারা। যদিও কংগ্রেস জরিপের পূর্বাভাসকে উড়িয়ে দিয়েছে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh