• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এবার বিজেপি জিতলে গ্রাম ছাড়বে উত্তরপ্রদেশের নয়াবাঁসের মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৯, ২১:২১
ছবি: ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করা হবে।

এই নির্বাচনে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি জিতলে গ্রাম ছাড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের নয়াবাঁসের মুসলিমরা।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতের শীর্ষস্থানীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

এতে বলা হয়, কয়েক বছর আগে নয়াবাঁসে হিন্দু ও মুসলিমরা একসঙ্গে বাস করতেন। জীবনের যেকোনো মুহূর্তে একে অন্যকে পাশে পেতেন।

আরও বলা হয়, নিজেদের ঐতিহ্যকে আগলে ধরে বাঁচতেন এখানকার মানুষ। কিন্তু এখন আর পথ চলতে দেখা হলেও, কেউ কারও সঙ্গে কথা বলতে পারেন না। বিপদে কেউ কারও পাশেও থাকেন না।

এই গ্রামের বাসিন্দা গুলফাম আলি বলেন, আগে জীবনের দুঃসময় ও সুসময়ে হিন্দু এবং মুসলমান একসঙ্গে থাকতাম। যেকোনো অনুষ্ঠানে যেমন একসঙ্গে আনন্দ করেছি।

তিনি বলেন, সুখের দিনের মতো দুঃখের দিনেও একে অন্যের পাশে পেয়েছি। কিন্তু বর্তমানে আমাদের জীবনধারা কেমন যেন বদলে গেছে।

তিনি আরও বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী হন। হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদের অন্যতম ‘রূপকার’ তারা।

গ্রামটির বেশির ভাগ বাসিন্দার মতে, আতঙ্কে দিন কাটছে তাদের। রোজা পালন করছেন সকলেই। অনেকেই জানান, রোজা পালন করতে তাদেরকে বারবার বাধা দেয়া হচ্ছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
X
Fresh