• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে গরম থেকে বাঁচতে প্রাইভেটকার গোবরে লেপার ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৯, ২৩:৪২
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরম থেকে বাঁচতে মানুষ অনেক ধরনের উপায় অবলম্বন করেন। তবে এক্ষেত্রে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের এক নারী যা করেছন, তা সত্যিই অভিনব।

নিজের প্রাইভেটকারকে ঠাণ্ডা রাখার জন্য তিনি গোটা গাড়িটিকে গোবর দিয়ে লেপেছেন। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ফেসবুক ব্যবহারকারী রূপেশ গৌরাঙ্গ রাও সোমবার ছবিটি পোস্ট করে লিখেছেন, আমার দেখা গোবরের সবচেয়ে ভালো ব্যবহার হলো এটি।

তিনি লিখেছেন, ছবিটি অহমেদাবাদের। মিসেস সেজল শাহ ৪৫ ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচতে নিজের প্রাইভেটকারটি গোবর দিয়ে লেপেছেন।

গণমাধ্যমটি জানায়, পোস্ট করা দুটি ছবিতে দেখা যায় সেডান গাড়িটি সম্পূর্ণ গোবরে লেপা। গ্রামাঞ্চলে মাটির বাড়ি ঠাণ্ডা রাখার জন্য সাধারণ গোবর দিয়ে লেপা হয়ে থাকে।

তবে প্রাইভেটকার গোবর দিয়ে লেপার ঘটনা একেবারেই অভিনব বলে গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh