• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুদামঘরের ওপর ভেঙে পড়েছে যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৯, ১৭:৫৬
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক কোম্পানির গুদামঘরের ওপর ভেঙে পড়েছে একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানে অস্ত্র ছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

শুক্রবার তারা এই তথ্য জানান বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন।

পেরিস শহরের মার্চ এয়ার রিজার্ভ বেইস’র(ঘাঁটি) ৪৫২তম এয়ার মোবিলিটি উইংয়ের ভাইস কমান্ডার কর্নেল টম ম্যাকনামারা বলেন, নিরাপত্তার কারণে যুদ্ধবিমানটিতে কী পরিমাণ অস্ত্র ছিল তা বলা যাচ্ছে না।

এই এফ-সিক্সটিনের এক এয়ার ফোর্স ফ্যাক্ট শিট অনুসারে, যুদ্ধবিমানটিতে ৫০০ রাউন্ড ও মিসাইলসহ একটি কামান ছিল।

এগুলো দুর্ঘটনার পর নিরাপদ ছিল এবং যথাযথভাবে হস্তান্তর করা হবে বলে জানান ম্যাকনামারা।

বেইসটির মুখপাত্র রেগি ভ্যারনার বলেন, এই এফ-সিক্সটিনে একটি হাইড্রোলিক ত্রুটি থাকায় এটি বৃহস্পতিবার গুদামঘরটির ওপর ভেঙে পড়ে।

অলাভজনক হেলথকেয়ার কোম্পানি রিভারসাইড হেলথ সিস্টেমের ড. মাইকেল মেসিসকা জানান, এই দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।

তিনজন এখনও হাসপাতালে আছেন তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ট্রমা সার্জন ড. মেগ্যান ব্রেনার।

মেজর পেরি কোভিংটন জানান, যুদ্ধবিমানটির পাইলট রানওয়ে শেষ হওয়ার আগেই এটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তিনি বড় ধরনের আঘাত পাননি বলে জানিয়েছেন রেগি ভ্যারনার।

এই পাইলটের অবস্থার উন্নতি হলেও অন্য তিনজনের অবস্থা সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি হাসপাতালের পক্ষ থেকে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh