• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৯, ১২:৪৩
সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার ভোরে লক্ষ্ণৌ -আগ্রা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরকে ধাক্কা দেয় এবং পরে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন।

এর আগে গত ২১ এপ্রিল উত্তর প্রদেশের মইনপুরীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৭ জন, গুরুতর আহত হন ৩৪ জন। এছাড়া ৪ এপ্রিল আগ্রা-লক্ষ্ণৌ হাইওয়েতে আরও একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ২০ জন। তখন একটি ট্যুরিস্ট বাসের সঙ্গে ধাক্কা লেগেছিল ট্রাকের। গত দুমাসে উত্তর প্রদেশের সড়ক দুর্ঘটনায় সব মিলিয়ে ১২ জন নিহত হয়েছেন।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh