• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইয়েমেনে প্রতি ১২ মিনিটে মারা যাচ্ছে একজন শিশু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৯, ১০:০৫
সংগৃহীত ছবি

গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একজন শিশু মারা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে এই যুদ্ধ বন্ধের উদ্যোগ গ্রহণের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সম্প্রতি ৬০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং হুথি বিদ্রোহীরা যুদ্ধ থেকে সরে না এলে উন্নয়নের দিক থেকে একটি জেনারেশন পিছিয়ে যাবে ইয়েমেন।

এতে সতর্ক করে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধবিরতি না হলে মৃতের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে ৬০ শতাংশই হবে শিশু যাদের বয়স পাঁচ বছরের নিচে।

জাতিসংঘের পূর্বাভাস বলছে, সরাসরি যুদ্ধের কারণে মারা যাবে ১ লাখ ২ হাজার মানুষ এবং বাকি ১ লাখ ৩১ হাজার মানুষ মারা যাবে খাবার এবং চিকিৎসা সংকটের কারণে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে ইয়েমেনের গৃহযুদ্ধকে 'শিশুদের ওপর যুদ্ধ' বলে উল্লেখ করা হয়েছে। তাদের পূর্বাভাস বলছে, ২০২২ সালের মধ্যে ৩ লাখ ৩০ হাজার শিশু মারা যেতে পারে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
জাহাজ ছিনতাইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা
হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
X
Fresh