• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘণ্টায় ১২০ কিমি গতিতে অটোরিকশা চালিয়ে বিশ্বরেকর্ড ব্রিটিশ নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০১৯, ১৮:০০
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

ঘণ্টায় ১১৯.৫৮৩ অর্থাৎ ১২০ কিলোমিটার গতিতে অটোরিকশা চালিয়ে বিশ্বরেকর্ড করেছেন ব্রিটিশ নাগরিক ম্যাট এভেরার্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারণ করে দেয়া ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চালানোর লক্ষ্য নিয়ে একটি অটোরিকশা নিয়ে ইয়র্ক শহরের কাছাকাছি এলভিংটন এয়ারফিল্ড থেকে যাত্রা শুরু করেন তিনি।

এর মাধ্যমে ৪৬ বছর বয়সী এভেরার্ডের অটোরিকশাটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে দ্রুতগতির অটোরিকশার রেকর্ড করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

সোমবার (১৩ মে ২০১৯) গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, এভেরার্ড ২০১৭ সালে বল্টনের এক বিক্রেতার কাছ থেকে ই-কমার্স কোম্পানি ইবে’তে এই তিন চাকার ১৯৭১ ব্যাংকক ট্যাক্সি কেনেন।

দক্ষিণপূর্ব ইংল্যান্ডের এসেক্স কাউন্টির বিলেরিকে শহরের এই বাসিন্দা ‘শহরে ঘোরাঘুরি করার জন্য’ অটোরিকশাটি কেনেন বলে জানিয়েছেন।

দ্রুতগতিতে চালানোর জন্য একজন যাত্রী দরকার ছিল বলে তিনি অটোরিকশাটির পেছনে তার চাচাতো ভাই শেয়ারম্যানকে (৪৯) বসান।

এভেরার্ড তার বিশ্বরেকর্ডের বিষয়ে বলেছেন, আমি যেন চাঁদের ওপরে আছি। আমি খুবই গর্ববোধ করছি। আমি ভেবেছিলাম এটা কঠিন হবে।

তিনি বলেন, একটি নির্দিষ্ট গতিতে চাকাগুলো সামান্য টলে কিন্তু কেউ একবার অভ্যস্ত হয়ে গেলে তার সমস্যা হওয়া কথা না। তাই আমি ভীত ছিলাম না।

তিনি থাইল্যান্ডে এক রাতে বেশ কয়েকবার অটোরিকশা চালানোর পর তিন চাকার ১৯৭১ ব্যাংকক ট্যাক্সিটি কেনার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, থাইল্যান্ড থেকে ফিরে আসার পর ইবে’তে একটি অটোরিকশা দেখে কিনে ফেলি। এরপর বিভিন্ন সময়ে এটির পেছনে ২০ হাজারের বেশি পাউন্ড ব্যয় করেছি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চেয়েও বেশি খাবার নষ্ট করে বাংলাদেশিরা’
X
Fresh