• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অভিযানের সময় জম্মু কাশ্মিরে সেনাসহ চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০১৯, ১১:২৮
ছবি-এনডিটিভি

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পুলাওয়ামায় অভিযানের সময় একজন সেনা সদস্যসহ তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন্স গ্রুপ মিলে তল্লাশি চালাচ্ছিল।

এসময় সন্ত্রাসীরা তাদের উদ্দেশে গুলি ছুড়ে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালান। এতে চারজন নিহত হওয়ার পাশাপাশি আরও দুই সেনা এবং এক বেসামরিক ব্যক্তি আহত হন।

ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা জইশ-ই-মোহাম্মদের কর্মী। তারা সবাই একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। তল্লাশি চালানোর সময় হঠাৎ করে তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই পুরো এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ আছে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh