• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিন দশক পর আবারও ইরাকে দূতাবাস খুলবে ওমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০১৯, ২২:০০
ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল-সাইদ(ছবি: সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম দ্য ন্যাশনাল)

প্রায় তিন দশক পর আবারও ইরাকে দূতাবাস খুলতে যাচ্ছে বলে জানিয়েছে ওমান।

রোববার রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে এই ঘোষণা দেয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশটির এই মন্ত্রণালয় জানায়, দেশটি দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী।

এর আগে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমান আবার ইরাকে দেশটির দূতাবাস খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

গত এপ্রিলে সৌদি আরব ইরাকের বাগদাদে একটি নতুন কনস্যুলেট খোলার পর ওমানের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

এই উপসাগরীয় অঞ্চলে সুন্নি আরব-শাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরাকে প্রতিপক্ষ ইরানের প্রভাব কমাতে বাগদাদে কনস্যুলেট খোলে সৌদি আরব।

উল্লেখ্য, স্বৈরশাসক সাদ্দাম হোসেন ১৯৯০ কুয়েত আক্রমণ করার পর ইরাকে ওমানের দূতাবাস বন্ধ করে দেয়া হয়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
দ্রুত ভিসা দিতে ইতা‌লি দূতাবাসের নতুন নির্দেশনা
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
X
Fresh