• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বপ্নে পাওয়া নম্বরের লটারিতে এক মিলিয়ন ডলার পেলেন অস্ট্রেলিয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৯, ২১:১২
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি ১৩ বছর আগে স্বপ্নে পাওয়া নম্বর ব্যবহার করে এক মিলিয়ন ডলারের লটারি জিতেছেন।

সোমবার (১৩ মে ২০১৯) প্রকাশিত এক প্রতিবেদন নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তির বরাত দিয়ে একথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

তিনি জানান, এক রাতে এসব নম্বর স্বপ্নে পেয়েছিলেন এবং তারপর থেকে লটারিতে এসব ব্যবহার করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি আমার টিকেট চেক করার পর বিষয়টা বুঝতে পারি। আমি ভেবেছিলাম একদিন এমনটি হবে। আমি কখনোই নম্বরগুলোকে এড়িয়ে যাইনি।

এই বিজয়ী বলেন, আমি এসব নম্বর ব্যবহার করে গত কয়েক বছরে বেশকিছু প্রাইজ জিতেছি। এগুলো নিশ্চিতভাবে আমার জন্য লাকি নম্বর। তাই আমি ভবিষ্যতেও লটারিতে এগুলো ব্যবহার করবো।

এই বিজয়ী টিকেট তাসমানিয়ার ইস্ট ডেভোনপোর্ট নিউজএজেন্সি থেকে কেনা হয়। কোনও বিজয়ী স্বপ্নে পাওয়া নম্বর ব্যবহার করে পুরস্কার জিতেছেন বলে দাবি করার ঘটনা এটিই প্রথম নয়।

এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের এক নারী স্বপ্নে একজনের কাছ থেকে পাওয়া নম্বর ব্যবহার করে এক লাখ এক হাজার ৬০০ ডলার জিতেছেন বলে দাবি করেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh