logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

বুরকিনা ফাসোর গির্জাতে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ মে ২০১৯, ২২:৩৬ | আপডেট : ১৩ মে ২০১৯, ০৯:৩৮
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের শহর ডাবলোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ধর্মযাজকও আছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

bestelectronics
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী গির্জায় হামলা চালায় এবং এটা পুড়িয়ে দেয়। হামলার পর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

হামলা সম্পর্কে ডাবলো শহরের মেয়র উসমান জঙ্গো বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ করে একটি ধর্মীয় সভায় হামলা চালায়। মানুষজন পালাতে শুরু করায় বেশি পরিমাণে গুলিবর্ষণ শুরু করে তারা।

উসমান জঙ্গো বলেন, শহরের আরও বেশ কয়েকটি ভবনে আগুন লাগিয়ে দেয়া হয় এবং লুট করা হয়। সব মিলিয়ে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। দোকানপাট সব বন্ধ আছে। শহরটি একটি ভূতুরে শহরে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বুরকিনা ফাসোতে জিহাদি সহিংসতা বেড়ে গেছে। এবার নিয়ে গত পাঁচ সপ্তাহে তৃতীয়বার গির্জায় হামলা হলো। আল-কায়েদা, আইএস এবং স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আনসারুল ইসলাম অঞ্চলটিতে সক্রিয় রয়েছে।

ডি/এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়