• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রোজায় সুস্থ থাকতে পরামর্শ দিল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০১৯, ১৮:০১
ছবি: সংগৃহীত

রোজায় সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজাদার মুসলিমদের জন্য এসব পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, রোজায় কী ধরনের খাবার, সবজি এবং ফলমূল খাওয়া ভালো হবে তার একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এগুলো মেনে চললে রোজাদারদের স্বাস্থ্য ভালো থাকবে।

রোজায় ১৫ ঘণ্টা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। এজন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় খেজুর, স্যুপ এবং হালকা স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারের পরামর্শ দিয়েছে। এসব খাবার সহজেই হজম হয় বলে ইফতার তালিকায় রাখতে বলা হলো।

এছাড়া খাবারে বৈচিত্র্য রাখতেও বলেছে মন্ত্রণালয়। বিশেষ করে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার মাংস এবং দুগ্ধজাত খাবারের প্রতি বিশেষ জোর দিতে বলেছে তারা।

পরামর্শে বোতলজাত জুস না খেতে বলা হয়েছে। কারণ, এগুলোতে উচ্চ মাত্রায় সুগার থাকে। এছাড়া কৃত্রিম রঙ ও ঘ্রাণ মেশানো হয়। ফলে এসব খাবারে খুব একটা পুষ্টিগুণ থাকে না।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
গরমে হিট অফিসারের আরও কিছু পরামর্শ
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
X
Fresh