• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে হোটেলে চার বন্দুকধারীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০১৯, ২০:০০
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গাওয়াদার শহরের পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে হামলা করেছে চার বন্দুকধারী। গাওয়াদার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) আসলাম বানগুলজাইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।

এই এসএইচও জানান, বিকেল চারটা ৫০ মিনিটের দিকে আমরা খবর পাই যে তিন থেকে চার বন্দুকধারী পিসি হোটেলে প্রবেশ করেছেন। তারা এখনও গুলি ছুড়ছে কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ঠিক এখন হোটেলটিতে কোনও বিদেশি নাগরিক নেই।

এসএইচও বানগুলজাই বলেন, অতিরিক্ত পুলিশ বাহিনী, এটিএফ (অ্যান্টি-টেরোরিজম ফোর্স) এবং সেনবাহিনীর সদস্যরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য হোটেলটিতে উপস্থিত হয়েছে।

এছাড়া ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোহসিন হাসান বাট নিশ্চিত করেছন যে, দুই থেকে তিনজন বন্দুকধারী প্রথমে গুলি ছোড়ে এবং পরে হোটেলটিতে প্রবেশ করেন। হামলার সময় হোটেলটির ভেতরে কর্মীরা ছাড়া কোনও বিদেশি নাগরিক ছিল না। সেখান থেকে ৯৫ শতাংশ মানুষ সরিয়ে নেয়া হয়েছে।

আইজিপি বাট আরও বলেন, এসব হামলাকারী সম্ভবত একটি নৌকায় এসে এই হামলা শুরু করে।

ফ্রন্টিয়ার কর্পসের কর্মকর্তারা হোটেলটিকে ঘিরে রেখেছে এবং কাউকে ওই এলাকায় যেতে দেয়া হচ্ছে না। পুলিশ সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ডননিউজটিভি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh