• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্রিটিশ রাজপরিবারের নতুন উত্তরসূরির নাম কী?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০১৯, ২০:০৮
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের প্রথম সন্তান স্থানীয় সময় গত সোমবার ভোর ৫টা ২৬ মিনিটে জন্মগ্রহণ করেছে।

ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স তাদের নবজাতকের নাম দিয়েছেন আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।

আর্চি শব্দের অর্থ হলো খাঁটি, সাহসী, মহৎ। আর্চিবল্ড শব্দের সংক্ষিপ্ত রূপ এটি। আর্চি শব্দটি ব্রিটেনের চেয়ে যুক্তরাষ্ট্রে বেশি জনপ্রিয়।

ক্যামেরার সামনে ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে মা মেগান বলেন, সে খুবই মিষ্টি স্বভাবের ও শান্ত। সবসময় যেন স্বপ্নের মধ্যে আছে।

এসময় উপস্থিত সকলেই হেসে ওঠেন। বাবা হ্যারি বলেন, আমি জানি না সে কার কাছ থেকে এমন স্বভাব পেলো।

যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসলে তাদের অষ্টম ও নতুন প্রপৌত্রকে দেখতে যান।

এরপর হ্যারি ও মেগান তাদের সন্তানের নাম ঘোষণা করে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসি।

মা হওয়ার বিষয়ে মেগান বলেন, এটা যেন জাদু, সত্যিই চমৎকার। এখন পৃথিবীতে আমার দুজন সঙ্গী আছে। তাই আমি সত্যিই খুব খুশি।

হ্যারি বলেন, এটা অনেক বড় ব্যাপার। বাবা-মা হওয়া সত্যিই একটা চমৎকার ব্যাপার। মাত্র কয়েকদিনেই আমরা অনেক আনন্দ উপভোগ করেছি।

হ্যারি ও মেগান তাদের সন্তানের জন্য এখনও কোনও পদবি বাছাই করেননি। তার পদবি হতে পারতো আর্ল অব ডাম্বারটন বা লর্ড আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর।

কিন্তু ব্রিটিশ রাজপরিবারের নতুন রাজপুত্রের পদবি মাস্টার আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর হতে পারে বলে মনে করে হচ্ছে।

বিবিসির রয়্যাল করেসপন্ডেন্ট জনি ডায়মন্ড বলেন, তারা যে তাদের সন্তানকে রাজপুত্রের মতো করে বড় করতে চায় না, এটা তারই স্পষ্ট ইঙ্গিত।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবিতে ডিজিটাল কেরামতি দেখিয়ে আবার শিরোনামে ব্রিটিশ রাজপরিবার
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
বাংলাদেশিদের জন্যে স্কলারশিপসহ সুবর্ণ সুযোগ দিলো যুক্তরাজ্য
X
Fresh