• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নরওয়ের দুই শহরে ২৪ ঘণ্টা দিন, কিভাবে রোজা রাখছেন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০১৯, ২৩:৫৪
ছবি: সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ

আর্কটিক মহাসাগরে অবস্থিত নরওয়ের ভ্যালবার্ড দ্বীপপুঞ্জ এবং দেশটির দক্ষিণাঞ্চলের মূলভূমির ট্রমসো শহরে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত দিনের কোনও সময় সূর্যাস্ত যায় না।

এখানকার মুসলিমরা তিনটি উপায়ে ‘মধ্যরাতের সূর্য’ দেখে রোজা রাখে। দেশটির রাজধানী অসলোর একটি মসজিদের ইমাম অসিম মোহাম্মদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

অসিম মোহাম্মদ জানান, তারা পাশের যে শহরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, সেই শহর বা মক্কার সময়ের সঙ্গে তাল মিলিয়ে রোজা রাখতে পারে।

এছাড়া তারা তাদের শহরে সবশেষ সূর্যোদয় ও সূর্যাস্ত সময় ধরে রোজা রাখতে পারে বলে উল্লেখ করেন এই ইমাম।

তিনি জানান, কিছু মুসলিম দীর্ঘ রোজা রাখার জন্য রমজানের সময় ছুটি কাটান। এটা অবশ্য নির্ভর করে তার কাজের ধরনের ওপর।

মোহাম্মদ বলেন, যদি কেউ অফিস কর্মী হয় এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কাজ করে, তবে তার রোজা রাখতে সমস্যা হওয়ার কথা নয়।

তিনি বলেন, যদি কাউকে মে, জুন ও জুলাই মাসের প্রচণ্ড গরমে অফিসের বাইরে কাজ করতে হয়, তবে তার জন্য এসময় রোজা রাখা বেশ কঠিন হয়ে পড়ে।

অল্পবয়স্ক ও প্রাপ্তবয়স্ক মুসলিমরা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রোজা রাখতে বেশ উত্তেজনা অনুভব করে বলেও জানান তিনি।

কে/এএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
১০০ বছর পর খুলল মসজিদ, ঈদের নামাজ পড়লেন মুসলিমরা
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
X
Fresh