• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উত্তর মেরুতে রেকর্ড তাপ, বড়দিনে থাকছে না তুষারপাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৩

বড়দিনের শুরুতেই উত্তর মেরুতে তাপমাত্রা গড়ে ২০ ডিগ্রী পর্যন্ত বেড়ে যেতে পারে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিবে। এর ফলে বড়দিনে তুষারপাত হবার সম্ভাবনা খুব কম। এমনটাই ধারণা করছেন জলবায়ু বিজ্ঞানীরা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞানীদের মতে, অসময়ে এ ধরণের উষ্ণ আবহাওয়ার কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। নভেম্বর-ডিসেম্বরে তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রী সেলসিয়াস বেশি ছিলো। এ বছরের গ্রীষ্মের সময়ে আর্কটিক সমুদ্রের বরফ দ্বিতীয় সর্বনিম্ন মাত্রায় নেমে গেছে।

অক্সফোর্ড এনভায়োরেনমেন্টাল চেঞ্জ ইনিস্টিটিউটের গবেষক ড. ফ্রেডেরিক ওটো জানান, এ ধরণের তাপপ্রবাহ খুবই বিরল। সাধারণত এক হাজার বছর পরে এ ধরণের তাপপ্রবাহ দেখা যায়। এ তাপপ্রবাহ নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছেন।

তিনি আরো বলেন, যদি এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকে, তবে তীব্র তাপপ্রবাহ প্রতি বছরে একবার করে দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব বাস্তুতন্ত্রের জন্য খুবই মারাত্মক হবে।

নাসা’র কর্মকর্তা থার্স্টেন মার্কাস জানান, তাপপ্রবাহের কারণে এ বছর বড়দিনে তুষারপাত নাও হতে পারে। আর তাই এ বছর সান্তার খুব ভারি পোশাক পড়ার প্রয়োজন হবে না। ভবিষ্যতে আমরা সান্তাকে হয়ত শুধুমাত্র জ্যাকেট পরে আসতে দেখবো আমাদের কাছে।



এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh