• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে রোজা শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মে ২০১৯, ১১:৫৭
প্রতীকী ছবি

আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (৬ মে) থেকে রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা এবং আবহাওয়া গবেষক ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ৫ মে (রোববার) শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী মঙ্গলবার (৭ মে) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সাধারণত মধ্যপ্রাচ্যে যেদিন রমজান মাস শুরু হয়, তার পরের দিন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রমজান মাস শুরু হয়। সে হিসেবে মঙ্গলবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে।

ইসলাম ধর্মে আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন।

উল্লেখ্য, রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস। ইতোমধ্যে রমজান পালনের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁদ দেখা গেলে সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হবে রমজানের আনুষ্ঠানিকতা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
X
Fresh