• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৯, ২৩:২৯
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আজ (শনিবার) স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ব্যর্থ হওয়ার পর হতাশা থেকেই পিয়ংইয়ং এ পরীক্ষা চালিয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে উত্তেজনা বৃদ্ধির যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়।

উত্তরের এই পদক্ষেপ দুই পক্ষের সামরিক সমঝোতার লঙ্ঘন বলেও দক্ষিণের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। উত্তর কোরিয়া ও আমেরিকার দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার শুরুর পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দিলেও ২৮ ফেব্রুয়ারির বৈঠকের পর সে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুসংবাদ
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
X
Fresh