• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিবিয়াতে হামলায় ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৯, ১৮:৩১
ফাইল ফটো (সংগৃহীত)

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সেবাহ-তে সেনাদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে হামলায় অন্তত আট সেনা নিহত হয়েছে। এছাড়া আরও বেশকিছু সদস্য আহত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, হামলা হওয়া ওই প্রশিক্ষণ ক্যাম্পটি খলিফা হাফতারের অধীনস্থ। খলিফা হাফতার যুক্তরাষ্ট্রের সহায়তায় ক্ষমতায় থাকতে চাচ্ছেন।

স্থানীয় এক কর্মকর্তা হামেদ-আল-খাইয়েলি বলেন, নিহত ৮ জনের মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়েছে। বাকিদের মধ্যে কাউকে গুলি করা হয় আবার কাউকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) বলছে, ইসলামিক স্টেট বা আইএস এই হামলা চালিয়েছে।

সেবাহ লিবিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহর। এই শহরটি এবং এতে থাকা তেলক্ষেত্রগুলো এলএনএ নিয়ন্ত্রণ করে। কিন্তু দেশটির রাজধানী ত্রিপোলি আবারও অশান্ত হয়ে ওঠায় সেখান থেকে অনেক সেনা প্রত্যাহার করা হয়।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh