• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ আফ্রিকায় আটকে পড়া ১৮০০ খনি শ্রমিককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মে ২০১৯, ১১:১৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় একটি প্লাটিনাম খনিতে আটকে পড়া এক হাজার ৮০০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিভাগ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গের।

দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গে অঞ্চলে ওই প্লাটিনাম খনিতে আটকা পড়া ব্যক্তিরা সিবানি গোল্ড লিমিটেড কোম্পানির শ্রমিক ছিলেন। এর আগে সিবানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানিয়েছিলেন, খনি শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত একটি শেফটের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। খনির ভেতর শ্রমিকরা আটকে যাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছিল সিবানি।

ওই ঘটনায় কেউই গুরুতর আহত হননি বলেও জানান ওয়েলস্টেড। তিনি জানান, মাটি থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতর তাদের বহনকারী পরিবহনের জন্য অপেক্ষমাণ থাকাবস্থায় ওই দুর্ঘটনা ঘটে।

এদিকে এই দুর্ঘটনার পর সিবানির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর কোম্পানিটির একটি স্বর্ণখনিতে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় এক হাজার শ্রমিক খনির ভেতর আটকা পড়েছিল। পরে এক দিনের বেশি সময় খনির ভেতর আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদিত হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানকার খনিগুলো বিশ্বের সবচেয়ে গভীরতম।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
X
Fresh