• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০১৯, ২২:৩৫
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত বাংলাদেশি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদমাধ্যম ইউএনবি জানায়, সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই দাম্মামের আল হাবিব ক্যাটারিং সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি ফখরুল ইসলামের বরাতে ইউএনবি জানিয়েছে, আল হাবিব ক্যাটারিং সার্ভিসের ১৭ কর্মী দাম্মাম থেকে মদিনায় হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে শাগরা এলাকায় তাদের গাড়ির চাকা ফেটে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
X
Fresh