• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে তিন তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মে ২০১৯, ১৭:২৪
প্রতীকী ছবি(ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার থেকে নেয়া)

ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ শহরে রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে তিন তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। পুলিশ জানিয়েছে মৃত তরুণীদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়ে চার তরুণী পাশের রেললাইনের ধারে যায়। রেললাইনের ওপরে দাঁড়িয়ে সেলফি তোলার সময় তারা বুঝতে পারে ট্রেন আসছে।

খবরে আরও বলা হয়, ট্রেন আসছে দেখে পাশের লাইনে লাফ দেন তিনজন। কিন্তু সে সময় ওই লাইনেও ট্রেন আসছিল। ফলে ওই ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। কিন্তু অন্যদিকে লাফ দেয়া আরেক তরুণী প্রাণে বেঁচে যান।

এই বিষয়ে পুলিশ কর্মকর্তা এমএস দাবাস জানান, তারা রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। ট্রেন আসছে দেখে পাশের লাইনে লাফ দেন। ওই লাইনেও ট্রেন আসছিল খেয়াল করেননি তারা।

গণমাধ্যমটি জানায়, সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে অনেকবার এই রকম ঘটনা ঘটেছে।

একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সারাবিশ্বে ২৫৯ জনের মৃত্যু হয়েছে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh