• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অ্যাপল-অ্যামাজনের পর ট্রিলিয়ন ডলার ক্লাবে মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৯, ১৩:৫৬
ছবি বিবিসি থেকে নেয়া

প্রথমবারের মতো মাইক্রোসফটের বাজারমূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার স্পর্শ করেছে। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি ও লাভ হওয়ার পর বৃহস্পতিবার অল্প সময়ের জন্য মার্কিন সফটওয়্যার জায়ান্ট এই মাইলফলক স্পর্শ করে। তবে এর কিছুক্ষণ পরই অবশ্য প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে যায়। খবর বিবিসির।

এর আগে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ওই মাইলফলক স্পর্শ করে। ফলে বৃহস্পতিবার মাইক্রোসফটের বাজারমূল্য যখন এক ট্রিলিয়ন ডলার স্পর্শ করে, তখন তারা তৃতীয় কোনও মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করে।

ক্লাউড ব্যবসায় প্রবৃদ্ধির কারণে গত বছর মাইক্রোসফটের স্টকের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে তাদের আয় হয়েছে তিন হাজার ৬০ কোটি মার্কিন ডলার এবং মোট লাভ হয়েছে ৮৮০ কোটি ডলার। যা তাদের নির্ধারিত হিসাবের চেয়ে যথাক্রমে ১৪ শতাংশ ও ১৯ শতাংশ বৃদ্ধি।

প্রথম প্রতিষ্ঠান হিসেবে গত বছরের আগস্ট মাসে ট্রিলিয়ন ডলার ক্লাবে ঢুকে অ্যাপল। ওই বছরই সেপ্টেম্বর মাসে এই ক্লাবে নাম ওঠে অ্যামাজনের। কিন্তু বৈশ্বিক বাজারে মন্দার কারণে বছরের শেষদিকে দুটি প্রতিষ্ঠানেরই বাজারমূল্য কমে যায়।