• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শান্তি প্রতিষ্ঠা ‘পুরোপুরি’ ওয়াশিংটনের ওপর নির্ভরশীল: কিম

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৯, ১১:৫৩
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র বিশ্বাস ভঙ্গ করেছে। তিনি আরও বলেছেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি ‘পুরোপুরি’ ওয়াশিংটনের ওপর নির্ভর করছে।

রাশিয়ার ভ্লাদিভস্তকে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে কিম এসব কথা বলেছেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ শুক্রবার জানিয়েছে। সাক্ষাতে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট পুতিন। নির্ধারিত একটি সময়ে এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেসিএনএ।

কিম জং-উন পুতিনকে বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এখন একটি সংকটময় অবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক শীর্ষ বৈঠকে বিশ্বাস ভঙ্গ করে আধিপত্যকামী মনোভাব দেখানোর কারণে এই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে বলেও কিম সতর্ক করে দিয়েছেন।

আমেরিকা শান্তি আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে পিয়ংইয়ং অভিযোগ করার এক সপ্তাহ পর কিম জং-উন এ বক্তব্য দিলেন।