logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ, হতাহত নেই

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৫ এপ্রিল ২০১৯, ১১:৪০ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১১:৫৮
ছবিটি রয়টার্স থেকে নেয়া
শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে সিরিজ বোমা হামলায় যখন মৃতের সংখ্যা এখনও বাড়ছে, তার মধ্যেই আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

bestelectronics
স্থানীয় ও পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির রাজধানী কলম্বোর ৪০ কিলোমিটার দূরে পুগোদায় এই বিস্ফোরণ ঘটেছে। তবে এবার কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুগোদা ম্যাজিস্ট্রেট কোর্টের পিছনের এক পরিত্যক্ত জমিতে তল্লাশি চালানোর সময় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা। তবে তিনি একথাও জানান সাম্প্রতিক হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে বিস্ফোরকের ধরণ ছিল আলাদা।

ইস্টার সানডের দিন প্রার্থনা জানাতে গিয়ে শ্রীলঙ্কার গির্জায় আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিস্ফোরক নিয়ে যে ৯ জন আত্মঘাতী জঙ্গি সেদিন পৌঁছে গিয়েছিলেন গির্জায় তাদের মধ্যে ছিলেন একজন নারীও।

হোটেল ও গির্জা মিলিয়ে এই ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ৩৫৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ এশিয়ায় ইতিহাসে এটিই সবচেয়ে মারাত্মক ঘটনা বলে মনে করা হচ্ছে।

এস/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়