logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

শ্রীলঙ্কায় হামলাকারীরা ধনী ও উচ্চ শিক্ষিত: উপ-প্রতিরক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক
|  ২৪ এপ্রিল ২০১৯, ১৮:২৩ | আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:৫১
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে আত্মঘাতী হামলায় অংশ নেয়া তরুণ-যুবকদের অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং উচ্চ মধ্যবিত্ত ঘরের সন্তান। জানালেন শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান ভিজেবর্ধনে।

আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রুয়ান ভিজেবর্ধনে বলেন, হামলাকারীদের পরিবার অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী। তারা প্রত্যেকেই ধনী ঘরের সন্তান  এবং উচ্চ শিক্ষিত। এদের মাঝে একজন আছেন যিনি ‍যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি দেশে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

শ্রীলঙ্কান উপ-প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, বিষয়টি খুবই উদ্বেগের। যে আটজন আত্মঘাতী হামলাকারীকে এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে দুজন সহোদর। এই দুই ভাই কলম্বোর ধনী এক মসলা ব্যবসায়ীর ছেলে।

তিনি বলেন,  কলম্বোর দুইটি হোটেলে এই দুই ভাই হামলা চালান। তদন্তকারী একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলছে, এক ভাইয়ের নাম-ঠিকানা পাওয়ার পর তার বাড়িতে কমান্ডো পুলিশ গেলে ভেতরে তার স্ত্রী বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে এই নারী এবং তার দুই ছেলে মারা যান। আর তিনজন পুলিশ কমান্ডো সদস্য নিহত হন।

এছাড়া একজন তদন্তকারী এএফপিকে বলেছেন, একটি পরিবার তাদের বাড়িতে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠা করেছিল।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়