• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে ভূমিধসে অর্ধশতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০১৯, ২৩:৩০

মিয়ানমারের কাচিন রাজ্যের একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের ফলে খনিটিতে কর্মরত মানুষ ও যন্ত্রপাতি মাটির নিচে চাপা পড়েছে।

সোমবার রাতে কাচিনের হপাকান্ত এলাকায় অবস্থিত খনিটিতে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে রাজ্যটির সংসদ সদস্য তিন সোয়ে এবং এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

মঙ্গলবার তিন সোয়ে জানান, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইটি মাইনিং কোম্পানির ৫৪ জন কর্মী এবং ব্যাকহো ও ট্রাকসহ ৪০টি মেশিন ও যানবাহন মাটির নিচে চাপা পড়েছে।

তিনি বলেন, তাদের কেউ বেঁচে নেই। কারণ তারা মাটির নিচে চাপা পড়েছে। এমনকি তাদের মরদেহ উদ্ধার করা অনেক কঠিন হয়ে পড়বে।

হপাকান্তের ফায়ার ব্রিগেডের প্রধান আয়ে থেইন মঙ্গলবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে এবং এখনও তা চলমান আছে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় ফেসবুকে ৫৪ কর্মী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে। তারা শোয়ে নাগার কোয়ে কাউং এবং মিয়ানমার থুরা নামের দুইটি কোম্পানির কর্মী হিসেবে খনিটিতে কাজ করছিল।

এই ভূমিধসের বিষয়ে দুইটি কোম্পানির কোনোটির মন্তব্য পাওয়া যায়নি।

হপাকান্তের এসব খনিতে মারাত্মক ভূমিধস এবং অন্যান্য দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
X
Fresh