• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবারের মতো পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০১৯, ২২:২৭
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করত যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে এই তথ্য জানায় রুশ সংবাদ সংস্থা তাস।

কেসিএনএ জানায়, রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে দ্রুতই দেশটিতে সফর করবেন কিম জং-উন।

এই প্রথম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কিম ও পুতিনের বৈঠকের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করলো বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থাটি।

পুতিন ও কিমের সফরের বিষয়ে বিবিসি জানায়, এপ্রিলে মাসের শেষ ভাগে তারা রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভস্টকে বৈঠক করবেন।

আরও জানায়, ভিয়েতনামের হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিমের বৈঠকটি ব্যর্থ হওয়ার পর এই বৈঠকের বিষয়টি সামনে এলো।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রধানদের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় বৈঠক হয় ২০১১ সালে।

তখন কিমের বাবা কিম জং-ইলের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

গণমাধ্যমটির মতে, এর আগে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আদর্শগত বিষয়সহ বিভিন্ন কারণে তাদের সম্পর্কে অবনতি দেখা দেয় বলেও উল্লেখ করে গণমাধ্যমটি।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
গাজা ও রাশিয়ায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের 
স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
X
Fresh