• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বোমা হামলাকারীদের শনাক্ত করেছে শ্রীলঙ্কা সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০১৯, ১৬:৫৪
ছবি: ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা হামলাকারীদেরকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র রাজিথা সেনারাত্নে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত রোববার শ্রীলঙ্কায় তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলায় ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হন।

রাজিথা সেনারাত্নে বলেন, ন্যাশনাল তাওহিদ জামাত নামের একটি সংগঠন এসব বোমা হামলার পরিকল্পনা করে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, এসব বোমা হামলার সঙ্গে জড়িত আত্মঘাতীদের প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক।

লঙ্কান সরকারের মুখপাত্র বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ১১ এপ্রিলের আগেই পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) এই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেন।

তিনি বলেন, গত ৪ এপ্রিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থারা এসব হামলার বিষয়ে সতর্ক করেছিল। আইজিপিকে জানানো হয় ৯ এপ্রিল।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ধরনের হামলা হতে পারে আমরা বিশ্বাসই করিনি। আন্তর্জাতিক নেটওয়ার্কের সহযোগিতা ছাড়া হামলাকারীরা এসব হামলা চালানোর ক্ষেত্রে সফল হতে পারতো না।

তিনি বলেন, ন্যাশনাল তাওহিদ জামাত হলো স্থানীয় পর্যায়ের একটি মৌলবাদী মুসলিম গোষ্ঠী। তারাই এই মারাত্মক বিস্ফোরণগুলোর পরিকল্পনা করেছে বলে মনে করা হচ্ছে।

তিনি এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দেরার পদত্যাগ দাবি করেন।

দেশটি মুসলিমদের প্রধান রাজনৈতিক দল শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের নেতা এবং সরকারের মন্ত্রী রউফ হাকিম বলেন, হামলার বিষয়ে আগেই অবগত হওয়ার পর কোনও পদক্ষেপ না নেয়া দুঃখজনক।

তিনি বলেন, হামলাকারীদের নাম ও পরিচয় দেয়া হয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হয়নি।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh