logo
  • ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

শ্রীলঙ্কায় চার্চের পর এবার মসজিদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
|  ২২ এপ্রিল ২০১৯, ১৪:৩১ | আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:১৬
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় গতকাল রোববার চার্চ ও হোটেলে সিরিজ হামলার পর মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে কারফিউয়ের মধ্যেই সেখানকার একটি মসজিদে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি মসজিদে পেট্রোল বোমা দিয়ে হামলা করা হয়েছে। এছাড়া দেশের ‍দুটি ভিন্ন ভিন্ন অংশে মুসলিম ব্যক্তিদের মালিকাধীন দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন গতকাল শ্রীলঙ্কায় দফায় দফায় চার্চ, হোটেল ও চিড়িয়াখানায় হামলা হয়। এসব হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।

ওই হামলার পর শ্রীলঙ্কার কর্তৃপক্ষ গতকাল কারফিউ জারি করে। কিন্তু এই কারফিউয়ের মধ্যে মসজিদ ও মুসলিম ব্যক্তিদের মালিকাধীন দোকানে হামলার ঘটনা ঘটে।

এদিকে রোববারের ওই হামলার পর এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ। এর আগে গতকাল রাতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা সবাই স্থানীয়। তবে তাদের সঙ্গে বিদেশি কোনও সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে ওই হামলার ব্যাপারে আগে থেকেই ‘তথ্য ছিল’ বলেও স্বীকার করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়নি সেটিও খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়