• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০১৯, ১৯:১০
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত ৪৫০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৮টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরও কয়েকটি হামলা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

এদিকে পুলিশ জনগণকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে মানুষকে শান্ত থাকারও অনুরোধ করেছে তারা। এছাড়া দেশটির সরকার তদন্তকারীদের সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অষ্টম দফায় বোমার বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের পর দেশজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বড় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে।

রোববার সকাল থেকে দফায় দফায় হামলায় কেঁপে উঠে শ্রীলঙ্কা। এসময় তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও একটি ইন-এ বোমা বিস্ফোরণ হয়। সর্বশেষ অষ্টম বিস্ফোরণটি ঘটেছে চিড়িয়াখানা এলাকায়।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh