• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০১৯, ১৮:৩৪

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার কারণে দেশটিতে প্রধান কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে আছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। এছাড়া আরও কিছু ইনসট্যান্ট মেসেজিং অ্যাপ বন্ধ আছে।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দিনের অষ্টম হামলার পর কারফিউ জারি করে কর্তৃপক্ষ। একইসঙ্গে বড় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়।

মূলত হামলা সম্পর্কিত মিথ্যা সংবাদ এবং গুজব ঠেকাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। আবার কবে এগুলো চালু করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অষ্টম দফায় বোমার বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের পর দেশজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটিতে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫ বিদেশিসহ কমপক্ষে ১৯০ জন নিহত হয়েছেন।

রোববার সকাল থেকে দফায় দফায় হামলায় কেঁপে উঠে শ্রীলঙ্কা। এসময় তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও একটি ইন-এ বোমা বিস্ফোরণ হয়। সর্বশেষ অষ্টম বিস্ফোরণটি ঘটেছে চিড়িয়াখানা এলাকায়।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ উধাও ফেসবুকের টাইমলাইন
মুক্তির পর ফেসবুকে যে বার্তা দিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার
তন্বীর প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে মোংলায় সুবর্ণা
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
X
Fresh