• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ট্রেন লাইনচ্যুত, গুরুতর আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০১৯, ০৮:৫৪
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে রুমা রেল স্টেশনের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও নিহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এরপরই উদ্ধার কাজ শুরু হয়। লাইনচ্যুত হওয়া ট্রেনের নাম পূর্বা এক্সপ্রেস।

ট্রেনটি শুক্রবার রাতে হাওড়া থেকে ছেড়ে যায়। কানপুরে পৌঁছালে রাত ১টার দিকে ট্রেনের ১০টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে ৪টি কামরা পুরোপুরি উল্টে গেছে।

ভারতীয় রেলওয়ের এডিজি (পিআর) স্মিতা শর্মা জানিয়েছেন, সব যাত্রীদের বের করে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে আছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেলের পক্ষ থেকে আটকে যাওয়া যাত্রীদের জন্য বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করা হয়। এগুলোতে করেই যাত্রীদের কানপুর স্টেশনে আনা হয়েছে। কানপুর থেকে বিশেষ ট্রেনে করে তাদের দিল্লি পৌঁছে দেয়া হবে।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
X
Fresh