• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একই বৈঠকে সৌদি আরব-ইরান-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ এপ্রিল ২০১৯, ২৩:১৭
ছবি: সিরিয়ার সরকারপন্থি গণমাধ্যম আল-মাসদার নিউজ

প্রথমবারের মতো একই বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব, ইরান, তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত ও জর্ডান।

শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় সিরিয়ার সরকারপন্থি গণমাধ্যম আল-মাসদার নিউজ।

এই প্রতিবেদনে বলা হয়, শনিবার(২০ এপ্রিল, ২০১৯) ইরাকের রাজধানী বাগদাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটির আয়োজক ইরাক।

এতে বলা হয়, এই সাত দেশের সংসদীয় প্রধানদের বাগদাদে অনুষ্ঠেয় বৈঠকটিতে অংশগ্রহণ করার কথা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, এই বৈঠকে ইরান এবং সৌদি আরব অংশগ্রহণ করতে দেখা যাবে। এই দুই দেশ একে অন্যকে আঞ্চলিক শত্রু হিসেবে গণ্য করে থাকে।

আরও বলা হয়, সৌদি আরব ও ইরানের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই এবং এই দুই দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে একে অন্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে।

একে অন্যকে শত্রু মনে করা এই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে ইরাকের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

গণমাধ্যমটি জানায়, বৈঠকটি সিরিয়ার জন্যও একটি বড় বিষয়। কারণ সিরিয়ায় সংকট শুরু হওয়ার পর দেশটি এই প্রথম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে দেশের বাইরের কোনও বিষয় সংক্রান্ত বৈঠকে যোগ দেবে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
X
Fresh