logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

খাটো হয়ে যাচ্ছে ভারতীয়রা: সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ এপ্রিল ২০১৯, ২১:২৩
ছবি: ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় ভারতীয়রা দিনে দিনে খাটো হয়ে যাচ্ছে এমন তথ্য উঠে এসেছে একটি সাম্প্রতিক সমীক্ষায়।

বৃহস্পতিবার প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, গত শতকের তুলনায় ভারতীয় পুরুষ ও মহিলাদের উচ্চতা বেড়েছে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক কমেছে।

গণমাধ্যমটি জানায়, ২০০টি দেশের ১৮ বছরের ছেলেমেয়েদের গড় উচ্চতা হিসেব করে দেখা গেছে যে গোটা পৃথিবীতেই মানুষের উচ্চতা বাড়ছে।

আরও জানায়, গত ১০০ বছরে ভারতীয় মহিলাদের গড় উচ্চতা পাঁচ সেন্টিমিটার এবং পুরুষদের গড় উচ্চতা মাত্র তিন সেন্টিমিটার বেড়েছে।

অথচ দক্ষিণ কোরিয়ার মহিলাদের গড় উচ্চতা ২০ সেন্টিমিটার এবং পুরুষদের গড় উচ্চতা ১৫ সেন্টিমিটার বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

গণমাধ্যমটি জানায়, আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে পুষ্টির অভাবকেই এর উচ্চতা কমার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে আরও জানায়, গর্ভাবস্থায় মহিলারা পুষ্টি সচেতন না হলে জন্মের পর সন্তানের উচ্চতা ভালো হওয়া সম্ভব নয়। এছাড়া শারীরিক সক্রিয়তার অভাবেও খাটো হয়ে যাচ্ছে ভারতীয়রা।

কে/

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়