• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের আপত্তি সত্ত্বেও ব্রিটেনে টিপু সুলতানের জিনিসপত্র নিলামে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ এপ্রিল ২০১৯, ২০:২৯
ছবি: ভারতের গণমাধ্যম আজকাল

ভারতের আপত্তি সত্ত্বেও মহীসূরের নবাব টিপু সুলতানের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তুলতে চলেছে ব্রিটেন।

ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়, জিনিসপত্রগুলো ভারত থেকে পাওয়া গেলেও ভারতের সরকারের সম্পদ নয়। কারণ যে পরিবারের এগুলো নিলামে তোলার পরিকল্পনা করেছে তাদের দাবি, এসব পৈত্রিক সম্পদ।

গত ২৬ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় গণমাধ্যম আজকাল।

এতে বলা হয়, মেজর থমাস হার্ট নামের এক ব্যক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কর্মকর্তা ছিলেন। তিনি এগুলো ভারত থেকে ব্রিটেনে নিয়ে যান। পরে তার পরিবারের লোকেরা এগুলো খুঁজে পায়।

প্রতিবেদনটিতে বলা হয়, ব্রিটেনের অ্যান্টনি ক্রিব নামের একটি নিলাম সংস্থা ভারতের টিপু সুলতানের ব্যবহৃত এসব জিনিসপত্র নিলামে তোলার দায়িত্ব পেয়েছে।

আরও বলা হয়, জিনিসপত্রগুলোর মধ্যে আছে টিপু সুলতানের ফ্লিন্টলক বন্দুক, বেয়নেট, শ্রীরঙ্গপত্তনমে টিপু যে তলোয়ার ব্যবহার করেছিলেন সেটি ও বাঘের চিহ্ন আঁকা বন্দুক এবং তার পানের ডিব্বা।

ভারতীয় গণমাধ্যমটি জানায়, এসব জিনিসপত্র নিলামে তোলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লন্ডনে ভারতীয় দূতাবাসের সচিব সরাসরি নিলামকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আপত্তি জানান।

ভারতীয় সচিব এগুলো ভারত থেকে লন্ডনে নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র দেখতে চাইলে সংস্থাটি তা দেখাতে পারেনি বলেও উল্লেখ করা হয় গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে।

ভারতীয় গণমাধ্যমটি জানায়, ২২০ বছরের পুরনো টিপু সুলতানের ব্যবহৃত এসব জিনিসপত্র বার্কশায়ারের একটি বাড়িতে কাগজে মোড়ানো অবস্থায় পড়েছিল।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh